বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'বিআইটিটিই-২০২২' মেলায় আসা অতিথি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো’ (বিইটিটিই) মেলায় ট্যুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন লোকমান হোসেন (সিনিয়র সচিব), এক্সিকিউটিভ চেয়ারম্যান বিডা; মো. মোকাম্মেল হোসেন (সচিব), বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়; কাজী এনামুল হাসান এনডিসি (সচিব), ধর্মবিষয়ক মন্ত্রালয়; আলী কাদের, চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন; এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এ এফ ডব্লিউসি.পিএসসি চেয়ারম্যান, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ; আবু তাহির মোহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, ডিআইজি ট্যুরিস্ট পুলিশ ঢাকা; বিধান ত্রিপুরা পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ রাজশাহী-রংপুর ডিভিশনসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বিআইটিটিই-২০২২’ মেলায় আসা অতিথি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি বলেন, পর্যটনশিল্প জিডিপিতে ব্যাপক অবদান রাখছে। বাংলাদেশ পর্যটন সম্ভাবনার দেশ। এই সুযোগ কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে।

অতিরিক্ত আইজিপি সম্মানিত অতিথিদের নিয়ে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং মেলায় আগত দেশি-বিদেশি দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন।

মেলা ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।