ইংলিশ ফুটবলার হ্যারি কেন। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন টটেনহ্যামের ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেন। গত শনিবার (২০ আগস্ট) উল্ফসের বিপক্ষে ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন তিনি। খবর বাসসের।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জার্সি গায়ে কেনের গোলসংখ্যা এখন ১৮৫, আর সব মিলিয়ে এই সংখ্যা ২৫০।

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ১৮৪ গোল করে এত দিন পর্যন্ত এই রেকর্ড নিজের করে রেখেছিলেন।

উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে সাবেক ফরওয়ার্ড জিমি গ্রিভসের দখলে। সেই মাইলফলক ছাড়িয়ে যেতে কেনের আরও ১৬ গোল প্রয়োজন।

প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় অবশ্য ২৬০ গোল করে শীর্ষে রয়েছেন সাবেক তারকা অ্যালেন শিয়েরার। এই তালিকায় পরের দুই স্থানে রয়েছেন ওয়েন রুনি (২০৮) ও অ্যান্ড্রু কোল (১৮৭)।