মেট্রোরেল। ছবি : সংগৃহীত

আগামী বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। আর আগামী বছরের জানুয়ারিতে মতিঝিল পর্যন্ত সব উড়ালসড়কের বেশির ভাগ কাজ শেষ হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ রোববার (১২ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন। খবর প্রথম আলোর।

আজ রোববার মেট্রোরেল প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পৌঁছাল। পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে ট্রেনটি এসেছে। সকাল ১০টার দিকে ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থামে। ট্রেনটি আগারগাঁও স্টেশনে ৪০ মিনিট অবস্থান করে। এরপর আবার উত্তরায় ফিরে যায়।

এর আগে মিরপুর ১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। ঢাকা ও এর আশপাশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।