বিজয়ী বালক দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯-এর (সুরমা জোন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে হবিগঞ্জ জেলাকে ৪৪-১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। অন্যদিকে, বালিকা বিভাগে হবিগঞ্জ জেলাকে ৩৬-১৭ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা।

হবিগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিজয়ী বালিকা দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, আরএফএল গ্রুপের চিফ প্ল্যান্ট অফিসার হাসান মোহাম্মদ মঞ্জুরুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।

খেলা চলাকালীন মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ সদর থানার ওসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।