বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। পুলিশ হেডকোয়ার্টর্সে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে আইজিপি। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা ও নির্বাচন গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনিবাহী কমিটির সভাপতি পদে সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি ওয়ালিয়ার রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুস সাত্তার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. নাজমুল হক। সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। এ ছাড়াও নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যুগ্ম-মহাসচিব, দপ্তর সম্পাদক, কোষাধক্ষসহ- কার্যবির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন।
সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মতবিনিময়। ছবি: বাংলাদেশ পুলিশ

সৌজন্য সাক্ষাতের সময় আইজিপি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানান। পরবর্তীতে সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ প্রশাসন শাখা, হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।