প্রতীকী ছবি

ইসলামিক স্টেটের (আইএস) পশ্চিম আফ্রিকা শাখার নতুন নেতাকে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাবাগানা মোনগুনো এমন দাবি করেছেন।

শুক্রবার তাঁর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দুই দিন আগে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী মালাম বাকোকে ‘হত্যা করেছে’।

পশ্চিম আফ্রিকায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু মুসা আল-বারনাউয়ির মৃত্যুর পর বাকো তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সপ্তাহখানেক আগে নাইজেরিয়ার সামরিক বাহিনী বারনাউয়ির মৃত্যুর খবরও নিশ্চিত করেছিল।

তবে বাকোকে হত্যার দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইএস পশ্চিমা আফ্রিকা শাখার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।