পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি (মাঝে)। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরগুনা সদর থানার পুলিশ দেশীয় অস্ত্র, গুলিসহ এইচ এম রানা সিদ্দিক (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার রানা সিদ্দিক বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোড়া এলাকার বাসিন্দা।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান জানান, সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তার পাশে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ এইচ এম রানা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্টিলের তৈরি দেশীয় শটগান, ৯টি তাজা গুলি, একটি চাকু ও টর্চ লাইট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সিদ্দিকের নামে বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা চলমান। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।