নরসিংদীর শিবপুর থানার অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচজন। কোলাজ: পুলিশ নিউজ

নরসিংদীর শিবপুর থানা এলাকা থেকে শনিবার অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবপুর থানা পুলিশ শনিবার দুপুর ২টা ৫ মিনিটে থানাধীন শিবপুর পশ্চিমপাড়ায় আসামি সেলিম ভূইয়ার বিরোধপূর্ণ ফাঁকা জমির সামনে সেলিম গ্রুপ ও নাঈমুল ইসলাম অপি গ্রুপের মধ্যে মারামারির সংবাদ পায়। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পায়, উভয় পক্ষই অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া, পাল্টা ধাওয়া করছে।

পুলিশ দাঙ্গা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঘটনাস্থল থেকে সেলিম ভূইয়া (৩৩), কাউসার মিয়া (২৮), আরিফ হোসেন (২৬), হিরন মিয়া (৩৩) ও মেহেদী হাসানকে (২৬) গ্রেপ্তার করে, যাদের সবার বাড়ির শিবপুরে।

ওই পাঁচজনের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধূসর রঙের বিদেশি পিস্তল, ওই পিস্তলের চেম্বারের মধ্যে একটি এম.টি কার্টিস, একটি ধারালো বড় চাপাতি, তিন টুকরা টিনের জর্দার কৌটার অংশবিশেষ (যাতে বারুদের গন্ধ আছে), চারটি লোহার জালের কাঠি (যাতে বারুদের গন্ধ আছে), চার টুকরা লাল রঙের স্কচট্যাপের অংশবিশেষ (যাতে বারুদের গন্ধ আছে) ও সাতটি হাফ ইঞ্চি সাইজের প্যারেক (যাতে বারুদের গন্ধ আছে)।