পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর কারওয়ান বাজারে এক অস্ট্রেলীয় পর্যটককে বিরক্ত করার অভিযোগে মো. কালু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার সদস্যরা।

রোববার (২ এপ্রিল) রাতে কারওয়ান বাজার ক্রসিং থেকে কালুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মাদারীপুরে।

অস্ট্রেলীয় নাগরিক ও ট্রাভেল ভ্লগার লিউক ডেম্যান্ট সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। এতে দেখা যায়, কারওয়ান বাজারে একজন বয়স্ক লোক তাঁকে বিরক্ত করছেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ডিএমপির নজরে এলে তেজগাঁও থানা-পুলিশের একটি দল হাতিরঝিল থানা-পুলিশের সহায়তায় কালুকে গ্রেপ্তার করে।

তেজগাঁও থানা-পুলিশ জানায়, ওই অস্ট্রেলীয় নাগরিককে হয়রানির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কালু। আগেও এই ধরনের কাজ করেছেন তিনি। তেজগাঁও থানায় মামলা করে কালুকে আদালতে সোপর্দ করা হয়েছে।