এক অসহায় নারীর হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি : ডিএমপি

অসহায় ও পথশিশুদের মাঝে ইফতারি বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ।

সোমবার (২৭ মার্চ) বিকেলে ট্রাফিক তেজগাঁও বিভাগের উড়োজাহাজ ক্রসিংয়ে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

কয়েকজন শিশুর হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি : ডিএমপি

এ সময় অসহায়, দরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতারি বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ।
এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি : ডিএমপি

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমসহ ট্রাফিক তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর (শহর ও যান) ও সার্জেন্টগণ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতারি বিতরণ কার্যক্রমে অসহায় লোকজন অংশ নেন। ছবি : ডিএমপি