প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শনিবার (২০ মে) রাজধানীর ডেমরা থানাধীন আমতলা সারুলিয়া স্টাফ কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম (বার), পিপিএম জানান, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করা হয়। পরে বিভিন্ন সময়ে নোবেলের ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে অর্থ আত্মসাৎ করেন নোবেল। এ ঘটনায় গত শুক্রবার মতিঝিল থানায় মামলা করা হয়। তদন্তকালে তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, গান গাওয়ার জন্য টাকা নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নোবেল। তাঁকে আদালতে সোপর্দ করা হলে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।