বাংলাদেশ পুলিশ নাট্যদল সিলেটে মঞ্চায়ন করে অভিশপ্ত আগস্টের ৩১তম পরিবেশনা। ছবি: এসএমপি

১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের ওপর নির্মিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’-এর ৩১তম পরিবেশনার মঞ্চায়ন হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আয়োজনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নাট্যদল নাটকটির মঞ্চায়ন করে।

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও বঙ্গবন্ধু গবেষক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) নাটকটির গবেষণা ও তথ্য সংকলন করেন। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের উপস্থিতিতে নাটকটি উপভোগ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা পরিষদের সদস্য শাহনুর মিয়া, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, এনটিভি ইউরোপের বিভাগীয় প্রধান সাজলু লস্কর, উপকমিশনার (পিওএম) কামরুল আমিন, উপকমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপকমিশনার (প্রসিকিউশন) জাবেদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুনসহ ‍পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা।

এসএমপির অতিরিক্ত কমিশনার নাটকটি সফলভাবে মঞ্চায়নের জন্য সব অভিনেতা, সংকলক, রচয়িতা ও কলাকুশলীদের ধন্যবাদ জানান।