কিশোরী অপহরণের ঘটনায় জামালপুরের মেলান্দহ থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জামালপুরে কিশোরী অপহরণের অভিযোগ পাওয়ার এক দিনের মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. রাব্বি (২১)।

জেলা পুলিশ জানায়, জামালপুরের মেলান্দহ থানার এক ব্যক্তি ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে জানান যে তাঁর স্কুলছাত্রী ভাতিজিকে (১৩) ২০ ফেব্রুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিন সকাল ১০টার দিকে ওই ছাত্রী বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। এরপর আর ফেরেনি সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছে পরিবার।

জিডি হওয়ার পর মেলান্দহ থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কিশোরীর অবস্থান শনাক্ত করে। এরপর ২৬ ফেব্রুয়ারি থানা-পুলিশের একটি দল রাজশাহীর পুঠিয়া থানার ধোপাপাড়ায় আসামি রাব্বির বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও রাব্বিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়ার পর ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন বিদ্যালয়ের ফটকে পৌঁছামাত্র আসামি বিয়ের কথা বলে তাকে অপহরণ করে। এরপর নিজ বাড়িতে নিয়ে আসামি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় রাব্বির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।