চট্টগ্রামে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারী গ্রেপ্তার। ছবি: পুলিশ নিউজ

ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার একটি দল।

গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) লালদিঘীর উত্তর পাড়ের ওরিয়েন্ট টাওয়ার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন পাপিয়া বেগম (৪১), রুমা আকতার (২৬) ও জোসনা বেগম (২৫)। তাঁদের মধ্যে পাপিয়ার বিরুদ্ধে তিনটি এবং রুমা আকতারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবিবার বেলা দেড়টার দিকে বাসায় যাচ্ছিলেন রিফাত শামীমা (৬০) নামের এক নারী। লালদিঘীর উত্তর পাড়ের ওরিয়েন্ট টাওয়ারের একটি দোকানের সামনে পৌঁছামাত্রই আসামিরা ভুক্তভোগীকে ঘিরে ফেলেন। আসামিরা মারধরের ভয় দেখিয়ে ভুক্তভোগীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে এসআই মোহাম্মদ ইমরান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কৌশলে আসামিদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করে জানিয়েছেন, আগেও কৌশলে নারীদের কাছ থেকে মূল্যবান জিনিস, স্বর্ণের চেইন ও মোবাইল ছিনতাই করেছেন তাঁরা।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।