গোলের পর উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে গোল পাচ্ছিলেন ঠিকই, কিন্তু নতুন লিগে গোলের দেখা মিলছিল না। অবশেষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে গোলের দেখা পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। তাঁর দল পিএসজিও জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

১০ জনের দল হয়েও শনিবার (২০ নভেম্বর) রাতে ঘরের মাঠে নঁতের বিপক্ষে জয় তুলে নিয়েছে মারিজিও পচেত্তিনোর শিষ্যরা।

খেলা শুরুর মাত্র ২ মিনিটের সময় জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৭৬ মিনিটের সময় কোলো মুয়ানির গোলে সমতায় ফেরে নঁতে। পিএসজি অবশ্য আবার এক গোলের লিড পায় নঁতের ডেনিস আপিয়ার আত্মঘাতী গোলে।

নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে বাঁ পায়ের বাঁকানো শটে ডি বক্সের বাইরে থেকে গোল করেন মেসি।

অবশ্য লাল কার্ড দেখেছিলেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তবে পিএসজির জয়ে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট।

মেসি পিএসজির হয়ে এর আগে তিনটি গোল করেন। আর এ তিনটি গোলের দেখাই তিনি পান চ্যাম্পিয়ন্স লিগে। আজকের ম্যাচটির আগে লিগ ওয়ানে আরও পাঁচটি ম্যাচ খেলেন তিনি। তবে প্রতিবারই খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।