ডিএমপির কাকরাইল ফাঁড়ির কনস্টেবল তোফাজ্জল হোসেন। ছবি : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানাধীন কাকরাইল ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. তোফাজ্জল হোসেন গত শুক্রবার (১৮ নভেম্বর) মারা গেছেন। দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ডিএমপি জানায়, শুক্রবার সকাল আটটায় কর্মস্থলে আসার সময় পুরাতন রমনা থানা ক্রসিংয়ের পাশের ফুটপাতে হঠাৎ পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত আনসার সদস্য রেজোয়ান মোল্লা তাঁকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কনস্টেবল তোফাজ্জল হোসেনের বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানার ডেমুরা গ্রামে। ২০০১ সালের জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।

ডিএমপির উদ্যোগে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।