উদ্ধারের পর পুলিশ হেফাজতে কিশোরী। ছবি: বাংলাদেশ পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সাতক্ষীরা জেলা সম্প্রতি অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে।

গত ৭ জুন সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার সময় ১৫ বছর বয়সী ওই কিশোরী অপহৃত হয়।

এ ঘটনায় কিশোরীর পরিবার ১৩ জুন কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

মামলার পরিপ্রেক্ষিতে পিবিআই সাতক্ষীরা জেলা ভিকটিম উদ্ধারের জন্য ছায়া তদন্ত শুরু করে।

জেলা পিবিআইয়ের ইউনিট ইনচার্জ রেশমা শারমিন, পিপিএম-সেবা ও পুলিশ সুপার, পিবিআই, সাতক্ষীরা জেলা মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোল্যা মিরাজ মোসাদ্দেকের নেতৃত্বে একটি চৌকস টিম বাগেরহাট জেলার মোংলা থানা এলাকা এবং খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ২২ জুন বিকেল সাড়ে ৪টার সময় খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

পরে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য তাঁকে কলারোয়া থানা হেফাজতে দেওয়া হয়।