ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের সময় বক্তব্য দেন পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার)

বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেছেন, কুমিল্লা ও চাঁদপুরে যে দুর্ঘটনা ঘটেছে, তা মোকাবিলায় যা করা দরকার, তার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

ট্রাফিক লালবাগ ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়।

ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ‘আপনাদের সাথে আমরা আছি, কোনো আঘাত আসলে আগে পুলিশ বাহিনীর ওপর দিয়ে আসতে হবে। অতএব মনের ভেতর শঙ্কা রাখার প্রয়োজন নেই। অপশক্তিকে আমরা সবাই মিলে প্রতিহত করব। সবাই মিলে আনন্দ করে প্রতিমা বিসর্জন দেবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায় বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) প্রমুখ।