গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষার্থীদের অপরাধ নিয়ে ব্রিফিং করেন পুলিশ সদস্যরা। ছবি: জিএমপি

অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে ব্রিফিং করেছেন পুলিশ সদস্যরা।

আজ শনিবার দুপুর ১২টার পর এ ব্রিফিং হয়।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের পুলিশের কাজে সহযোগিতার পাশাপাশি বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন প্রতিরোধ, শিশু নির্যাতন দমন, যৌতুক নিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি নিয়ে ব্রিফ করা হয়।

ব্রিফিং করেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমসহ অন্য পুলিশ সদস্যরা। ওই সময় উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রিন্সিপাল আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা।