এপিবিএনের হেফাজতে তিন আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

অনলাইন জুয়া ও বিট কয়েন লেনদেনের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বরিশাল ইউনিট। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে ১০ এপিবিএনের পুলিশ সুপার মোল্লা আজাদ পিপিএম (সেবা) জানান, রোববার (২১ মে) রাতে বরিশালের আগৈলঝাড়া থানাধীন সাহেবেরহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. শাওন হাওলাদার ওরফে সুজন (২৭), মো. ইমন হোসেন (২০) ও মো. ইব্রাহীম মোল্লা (২০)। তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর থানা এলাকায়।

জব্দ করা মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

১০ এপিবিএনের পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে অনলাইনে জুয়া খেলা ও অবৈধ বিট কয়েন লেনদেনের সত্যতা মেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা অনলাইনে জুয়া খেলা ও বিট কয়েন লেনদেনের কথা স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে কথা বলছেন ১০ এপিবিএনের পুলিশ সুপার মোল্লা আজাদ পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অনলানে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।