জব্দ করা কম্পিউটার ও মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অবৈধ জুয়ার সাইট পরিচালনা ও সহায়তার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

সোমবার (১৭ এপ্রিল) কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া থেকে আসামি বিধান চন্দ্র সূত্রধর এবং মিরপুরের বড়বাগ থেকে আসামি বিজয় চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সাইবারের (উত্তর) ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ পিপিএম জানান, গোপন তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার সিপিইউ ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। এসব সরঞ্জাম থেকে জুয়া খেলার বিভিন্ন সাইটের লেনদেনের তথ্য মিলেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।