অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালন করছেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ট্যাকটিক্যাল বেল্ট ও ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করে ডিউটি করছেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে তাঁদের হাতে কোনো অস্ত্র বা ভারী কিছু থাকছে না।

রাত্রিকালীন ডিউটিতে পুলিশ সদস্যরা ট্যাকটিক্যাল বেল্ট ও ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করছেন। এর মাধ্যমে পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র, হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট, পানির বোতল ইত্যাদি বেল্টে রাখতে পারছেন। এতে তাঁদের হাত খালি থাকছে। ফলে পুলিশ সদস্যরা কোনো ধরনের অস্বস্তি ছাড়াই দায়িত্ব পালন করতে পারছেন।

নতুন গিয়ার সংযোজনের ফলে ওয়্যারলেস চলে যাচ্ছ বেল্টে। কাঁধে সংযোজিত মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ সদস্যরা ওয়্যারলেস ব্যবহার করতে পারছেন।

ঈদে ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা।