পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মদ ও অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার অভিযানে ৩০০ লিটার চোলাই মদ, একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৭ জুন) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন ইসলামিয়া কলেজ মোড়ের আজিম প্লাজার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আশরাফুল (২১) ও মো. সিরাজ (২৯)।

উপপরিদর্শক (এসআই) এসআই অর্ণব বড়ুয়া জানান, আসামিদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।