পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটের কানাইঘাট থানা-পুলিশের অভিযানে ৪৬৮ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (১ জুন) কানাইঘাট থানাধীন কুওরেরমাটি এলাকার দক্ষিণ জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি রাসেল আহমদের (৩২) বাড়ি কানাইঘাট থানা এলাকায়।

কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।