কোটালীপাড়ায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে পুড়িয়ে মানুষ হত্যা করতে না পারে, সে জন্য অগ্নিসংযোগকারীসহ জঘন্য কর্মকাণ্ডের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা চত্বরে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, আমরা অগ্নিসংযোগকারী এবং তাঁদের হুকুমদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে কেউই জনগণকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ আর করতে না পারে।

তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অনেক ব্যক্তি ও তাঁদের কর্তাদের এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে ধরা হবে। যাঁরা এ ধরনের জঘন্য কাজ করেছেন, তাঁদের কাউকে রেহাই দেওয়া হবে না।

আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনায় দেশবাসীকে ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার হারাবার কিছু নেই। আমার একটাই লক্ষ্য, আমি দেশকে কতটুকু দিতে পারলাম।