জেলাবাসীকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। ছবি: পুলিশ নিউজ

চলতি বছরের অক্টোবরে ২৮৫ জনকে দ্রুততার সঙ্গে বিশেষ সেবা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।

এসব সেবার মধ্যে রয়েছে স্বামী-স্ত্রীর ১০টি বিরোধ নিষ্পত্তি, ৪১টি শিশু ও ভিকটিমকে উদ্ধার, ৯৯টি জমিজমা, টাকাপয়সা ও ভয়ভীতি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি।

পুলিশের আন্তরিক সহযোগিতায় বিভিন্ন ধরনের সনদপত্র, আইডি কার্ড ও দুস্থ ভাতার কার্ড হারানো বিষয়ে ৮২টি সাধারণ ডায়েরি করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।’