মুজিব শতবর্ষ উপলক্ষে ফেনী জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধান এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে মুজিব শতবর্ষ দাবা লিগ-২০২১।
এতে ১৪টি দলের মোট ৫৬ জন দাবাড়ু অংশ নেন। তাঁদের মধ্যে ২৮ জন দাবাড়ু আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত।
ফেনী জেলায় স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবাডুদের অংশগ্রহণে আয়োজন করা হয় এই দাবা টুর্নামেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধন শেষে অতিথিরা খেলা উপভোগ করেন।