সাজাপ্রাপ্ত ক্রেমলিন সমালোচক আলেক্সেই নাভালনি তাঁর ৯ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করেছেন।
নাভালনির বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে এ সাজা দেওয়া হয়। খবর বাসসের।
তিনি ও তাঁর মিত্ররা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সাজা দেওয়া হয়েছে।
সরকারের সমালোচনা বন্ধে কর্তৃপক্ষের চেষ্টার অংশ হিসেবে নাভালনির এ বিচার করা হয়।
এদিকে মস্কো প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালানো নিয়ে চাপে রয়েছে। এ সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় এক কোটি লোক গৃহহীন হয়।