সিএমপির কর্ণফুলী থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের অভিযানে চরপাথরঘাটা এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইদুল ইসলাম (২৩), মো. ফয়সাল ওরফে সুজন (১৮), মো. সাইদুল (২৫), মো. জমির উদ্দিন (১৮), মোশাররফ হোসেন জয় (১৮), মো. শাহ আলম (২২), মো. নুরুজ্জামান (২৪), মো. আজগর আলী (৩৫) ও মো. শহিদুল ইসলাম ওরফে অনিক (১৮)। তাঁদের নামে কর্ণফুলী থানায় প্রসিকিউশন দায়ের করা হয়েছে।