৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল ৬ জুলাই রাত ৮টার দিকে ১২ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়ার নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন চর চাক্তাই স্কুল গলি ময়দার মিল গোলাম কাদের চৌধুরীর কলোনি থেকে মো. আব্দুল আলিম ওরফে আলম (৩৮) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
*