জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বহুতল ভবনের কার্নিশে আটকে পড়া এক কিশোরীকে উদ্ধার করেছেন রাজধানীর বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন ও ভাটারা থানার সদস্যরা।
বুধবার (১৯ জুন) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাবা নেই। মায়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে দাদির সঙ্গে থাকত। মায়ের কাছে যাওয়া নিয়ে সম্প্রতি দাদির সঙ্গে অভিমান করে কিশোরী। এরই ধারাবাহিকতায় বাড়ি থেকে বের হওয়ার সময় ভবনটির সাততলার কার্নিশে আটকা পড়ে সে।
এক প্রত্যক্ষদর্শী বুধবার সকাল ফোন করে ওই কিশোরীর আটকে পড়ার তথ্য জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষকে জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন এবং ভাটারা থানা-পুলিশকে জানানো হয়।
বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রাজু জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন ও ভাটারা থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর ভবনটির সাততলার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।