জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ১৮ জুলাই (সোমবার) দিবাগত রাতে।
জাতীয় জরুরি সেবার মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে হারুনুর রশিদ নামের এক ব্যক্তি ১৮ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে ‘জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তার এক ভাড়াটিয়ার সাত বছর বয়সী কন্যাশিশুকে আরেক ভাড়াটিয়া ধর্ষন করেছে।
৯৯৯ কলটেকার কনস্টেবল মনিরুজ্জামান কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক জয়দেবপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। সংবাদ পেয়ে জয়দেবপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ধর্ষনের অভিযোগে বুদ্ধি মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি সিরাজগঞ্জে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।