জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোনকল পেয়ে কুমিল্লার একটি জঙ্গল থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় ৯৯৯ নম্বরে একজন কলার কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা বাজার থেকে ফোন করে জানান, সেখানে একটি জঙ্গলে এক মাদক কারবারি বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছেন। ৯৯৯ কলটেকার কনস্টেবল নুরুন্নবী কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
পরে ৯৯৯ ডিসপাচার এসআই জুয়েল হোসেন কলার এবং থানা-পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি অভিযানের আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশের একটি দল অবিলম্বে একটি জঙ্গলে যায় এবং সেখান থেকে দুটি বস্তায় লুকানো অবস্থায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে।
জনৈক মেহেদী হাসান সাগর (২৫) নামের এক ব্যক্তি এই ফেনসিডিলগুলো লুকিয়ে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।