৯৯৯ নম্বরে কল পেয়ে নেত্রকোনা থেকে চুরি হওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই সময় পালিয়ে যাওয়ার চেষ্টায় ডোবায় ঝাঁপিয়ে পড়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মাহবুব শাহীন নামে এক কলার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর সুজুকি জিক্সার ব্র্যান্ডের ১৫৫ সিসির কালো রঙের মোটরসাইকেলটি রাতের কোনো এক সময় চুরি হয়ে গেছে। এখন জিপিএস ট্র্যাকারে দেখতে পাচ্ছেন, মোটরসাইকেলটি কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত অবস্থায় রয়েছে। তিনি তাঁর মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল শামীম। কনস্টেবল শামীম তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিয়ন্ত্রণকক্ষ, বাজিতপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিয়ন্ত্রণকক্ষ এবং সরাইল থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধারসংশ্লিষ্ট পুলিশ দল ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই শরিফুল ইসলাম।
সংবাদ পেয়ে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের টহল টিমগুলো মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ টিম মোটরসাইকেলটি দেখতে পায় এবং প্রায় এক কিলোমিটার ধাওয়া করে কুট্টাপাড়া এলাকায় মোটরসাইকেলটি থামাতে সক্ষম হয়।
মোটরসাইকেল চোর পালানোর উদ্দেশ্যে একটি ডোবায় ঝাঁপিয়ে পড়লেও সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রুবেলের (২৭) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের কুকরারায় এলাকায়।
সর্বশেষ সংবাদ
- টাঙ্গাইলে প্রবাসীদের মালপত্র লুট, ডাকাতদলের ছয়জন গ্রেপ্তার
- শিক্ষার্থীদের বিনামূল্যের বই বাজারে বিক্রি, ডিবির অভিযানে গ্রেপ্তার ২
- ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৬৯ মামলা ডিএমপির
- ৯৯৯ নম্বরে ফোন : কুয়াশায় ব্রহ্মপুত্রের চরে আটকা ১১ জন উদ্ধার
- আখাউড়া রেলস্টেশন থেকে ২০ কেজি গাঁজা জব্দ
- সাভারে অটোরিকশাচালক শওকত হত্যার রহস্য উদ্ঘাটন
- যশোরে ডিবির তৎপরতায় পণ্ড ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৯
- জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : আইজিপি
- মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে পিবিআই যশোরের প্রশিক্ষণ
- রাজধানীতে মোটরযানে উচ্চমাত্রার হর্ন ও গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশ