রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগের ভেতর পড়ে ছিল নবজাতকটি। কে বা কারা তাকে ফেলে গেছে। নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করেন এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে নবজাতককে উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতলী ইউনিয়নে ২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে।
জাতীয় জরুরি সেবার মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তাঁর ছোট বোন বাড়ির পাশের রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে কান্নার আওয়াজ পান। এরপর তিনি ব্যাগের ভেতর নবজাতককে দেখে বের করে আনেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান ফোন করা ওই ব্যক্তি।
৯৯৯ থেকে তাৎক্ষণিক কামারখন্দ থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে। শিশুটির বয়স পাঁচ থেকে ছয় দিন। ছেলেশিশুটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, শিশুটি আশঙ্কামুক্ত।