৯৯৯-এ কল পেয়ে বগুড়ার নন্দীগ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাথম বেরাগাড়ী এলাকার সরিষাখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর কালের কণ্ঠের।
যা ঘটেছিল
উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমিতে অজ্ঞাতপরিচয় নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় এক কৃষক ৯৯৯-এ কল করেন। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।
ওই তরুণীর পরনে কালো রঙের বোরকা এবং গোলাপি রঙের ওড়না ছিল। এ ছাড়া তাঁর হাতে মেহেদি দিয়ে ‘বি+এস’ লেখা ছিল।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মৃত্যুটি রহস্যজনক। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে।’