চাঁদপুরের মোহনপুর নৌপুলিশ ফাড়ির সদস্যরা আজ সোমবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করেছেন।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল জেলার মতলব উত্তর থানাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন, যার আনুমানিক মূল্য ৯৩ লক্ষ টাকা ।
উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।