চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে আটটি চোরাই মোবাইল ফোনসহ একজন আটক হয়েছেন।
নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী মতিয়ারপোল মোড় এলাকা থেকে সোমবার মো. সুরুজকে আটক করা হয়।
আটক ব্যক্তি মহানগরসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে মোবাইল চোরদের কাছ থেকে চোরাই মোবাইল সেট সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।