চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর বিভাগের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে রাবেয়া আক্তার জেসমিন এবং মিনু বেগমকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা জব্দকৃত গাঁজা ফেনীর বিলোনিয়া সীমান্ত থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।