খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার মদসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থানাধীন ক্লে রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে কেএমপি ডিবির বিশেষ টিম।
গ্রেপ্তার দুজন হলেন রাজু সাহানী (৬২) ও দিলীপ সাহানী (৬৩), যাদের বাড়ি খুলনায়।
গ্রেপ্তার কারবারিদের নামে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।