ক্রাইম নিউজময়মনসিংহ রেঞ্জজামালপুর জেলা৭ জুয়াড়িসহ ৯ জনকে গ্রেপ্তার ইসলামপুর থানার জামালপুর প্রতিনিধি - জুন ১৩, ২০২৩108পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশজামালপুরের ইসলামপুর থানা-পুলিশের অভিযানে সাত জুয়াড়ি, এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) ইসলামপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।