মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকের নতুন মটমুড়া গ্রামের সাফিরুলের রাইস মিলের পশ্চিম পাশের বারান্দা থেকে তাঁদের আটক করা হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।
আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার রামনগর গ্রামের খাঁ পাড়ার আসাদুল (৪৮) ও হাফিজুর (৪০), চর গোয়াল গ্রামের ইনজাল (৬০), হেমায়তপুর গ্রামের মুনতাজ আলী (৩৯), গাংনী বাজার পাড়ার বাদশা মিয়া (৪০), মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের জাফর আলী (৫০) এবং কালিগাংনী গ্রামের মানিক হোসেন (৪২)।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল, এএসআই দরবেশ ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মটমুড়া ইউনিয়েনের নওদা মটমুড় ৪ রাস্তার মোড় এলাকায় সাফিরুলের রাইস মিলে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাইস মিলের মালিক সাফিরুল পালিয়ে যান।
জুয়াড়িদের কাছ থেকে ১২ হাজার ৪৬০ টাকা, ১ সেট জুয়া খেলা তাস জব্দ করা হয়। তাঁদের নামে জুয়া আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলা আদালতে পাঠানো হবে।