কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয় সাত কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম গত ১৬ জুন রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তল্লাশি করে রংপুর মিঠাপুকুরের আরিফপুর (পাইকানপাড়া) গ্রামের কুখ্যাত মাদক কারবারি সিফুল মিয়াকে (৩৮) সাত কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।