আমদানি নিষিদ্ধ ৪৬ বোতল ভারতীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সিলেটের গোয়াইনঘাট থানাধীন হাদারপাড় বাজারে লিমা ট্রেডার্সের সামনে রাস্তার ওপর শনিবার রাত পৌনে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন গোয়াইনঘাট থানার বগাইয়া মুসলিমপাড়ার রেজাউল করিম (২২) ও ডালিম আহমদ (২১)। তাঁদের নামে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে।