এপিবিএনের হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেটের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আলতাব মিয়া ওরফে আলতাবুর রহমানের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকায়।

৭ এপিবিএন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম জানান, একটি মামলায় আসামির ৬ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা হয়েছিল। তাঁকে গ্রেপ্তারের পর জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।