
সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৭ এপিবিএন, অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি) তৎপরতায় হারানো ফোন ফিরে পেয়েছেন এক ভূক্তভোগী।
৭ এপিবিএন জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় গত ১১ জানুয়ারি হওয়া এক জিডির ভিত্তিতে ৭ এপিবিএনের একটি দল ফোনটি উদ্ধার করেছে। ৩ জুন (শনিবার) ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন ৭ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খো. ফরিদুল ইসলাম।