৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন্টেলিজেনস, সাইবার ও অপারেশন টিম দুটি হারানো মোবাইল উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা হারুনের নেতৃত্বে হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে খাগড়াছড়ি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা হারুন গতকাল রোববার দুপুর ১২টায় উদ্ধার করা ২টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।