৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লালাবাজার, সিলেটের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করেছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার সময় মৌলভীবাজার সদর মডেল থানার ০৯ নং আমতৈল ইউপি জগৎসী গ্রামের মৃত আলাউদ্দিনের বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ ৮৪ হাজার শলাকা নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম বক্স (৩৫) নামে এক ব্যক্তি পালিয়ে যান।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।