ডিএমপির ওয়ারী থানার অভিযানে জব্দ করা বিদেশি মদ। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোমান আহম্মেদ (হেলপার), শাহীন আলম (ড্রাইভার) ও মঈন উদ্দিন (হেলপার)।

গতকাল রোববার রাতে যাত্রাবাড়ী থানার নয়াপাড়া দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিপিএম, পিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি পাথরভর্তি ট্রাকে করে বিদেশি মদ যাত্রবাড়ীতে প্রবেশ করবে, এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার নয়াপাড়া দনিয়া এলাকায় থানার একটি টিম অবস্থান নেয়। কাঙ্ক্ষিত গাড়িটি এলে সিগন্যাল দিয়ে থামায় পুলিশ। বিদেশি মদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সন্তোষজনক কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ রোমান, শাহীন ও মঈনকে গ্রেপ্তার করে।

পরে ট্রাকটি তল্লাশি করে ড্রাইভারের পেছনের কেবিনে কাঠের সিটের নিচে বিশেষভাবে রাখা অবস্থায় ৭১ বোতল বিদেশি মদ পাওয়া যায়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের নামে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।