চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে ৬ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
সিএমপি বাকলিয়া থানার একটি দল রোববার শাহ আমানত সংযোগ সড়কে অবস্থিত নতুন ব্রিজ শহীদ বশিরুজ্জামান চত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন— মো. সোহেল ও মো. খাইরুল আমিন।